“আলহামদুলিল্লাহ”
কুরবানী ২০২০ সম্পূর্ন
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এর উদ্যোগে কুরবানীর গোস্ত বিতরণ সম্পন্ন হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ০১/০৮/২০ ( ঈদের দিন) তারিখ ক্যাম্পাসের কর্মচারী, আবাসিক এরিয়ার দারোয়ান, নাইট গার্ড,বিভিন্ন হোষ্টেলের বাবুর্চি,নিন্মবিত্ত পরিবার ও অভিবাবক এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীসহ প্রায় ১৫০টি পরিবারের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়।
এ সময় ছাত্র সংসদের জি.এস মু. আব্দুল আলিম মহোদয়সহ সংসদের অন্যান্য দায়িত্বশীল উপস্থিত ছিলেন।