
পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমাদান ম্যানুয়াল প্রতিযোগিতা” ২৩

ক: ৭ম থেকে ১০ম
খ: আলিম থেকে কামিল

১ম: ৩ হাজার টাকা নগদ অর্থ ও ক্রেস্ট।
২য়: ২ হাজার টাকা নগদ অর্থ ও ক্রেস্ট।
৩য়: ১ হাজার টাকা নগদ অর্থ ও ক্রেস্ট।
৪র্থ- ১০ : ৫০০ টাকা নগদ অর্থ ও ক্রেস্ট।





১.শুধু তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
২.প্রাথমিক পর্যায়ে লিখিত অংশে MCQ ৫০, সংক্ষিপ্ত প্রশ্ন ২০ ও রচনা মূলক প্রশ্ন ৩০ মোট ১০০ নম্বরে পরিক্ষা হবে।
৩.লিখিত পরিক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার ভিত্তিতে ১ম ১০০ জনকে নিয়ে মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হবে।
৪.তাফসিরের ক্ষেত্রে নামকরণ, শানে নুযূল, আলোচ্য বিষয়, সংশ্লিষ্ট ঘটনা ও বিস্তারিত ব্যাখ্যা পড়তে হবে।
৫.মৌখিক পরিক্ষায় অর্থ সহ কুরআন পড়া ৩০, (এক্ষেত্রে প্রতি পাড়ার জন্য ১ নম্বর) অর্থ সহ সুরা মুখস্থ ২০, অর্থসহ হাদিস মুখস্থ ২০, অর্থসহ আয়াত মুখস্থ ১০ ও মাসনুন দোয়া মুখস্থ ২০, মোট ১০০ নম্বর।
৬.লিখিত ও মৌখিক পরিক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে গ্রুপ ভিত্তিক ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কৃত করা হবে।

আয়োজনে:
মিল্লাত দাওয়াহ সেন্টার
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী, গাজীপুর
EVENT INFO :
- Start Date:September 4, 2023
- Start Time:1:30pm
- End Date:May 29, 2023
- End Time:5:00pm
- Number of Participants:1000
- Location:Tongi,gazipur
- Website:tacsu.org