সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে দাখিল শাখার মেধাবী ছাত্রদের নিয়ে ইফতার আয়োজন

সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে মেধাবী ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র দাখিল শাখার উদ্যোগে মাদ্রাসার অষ্টম নবম ও দশম শ্রেণির মেধাবী ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র জিএস নাজিব মাহমুদ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসংসদের শিক্ষা ও প্রচার সম্পাদক মঈনুল ইসলাম।
দাখিল শাখার সভাপতি মোহাম্মদ মুজাহিদ সভাপতিত্বে ও সেক্রেটারি রায়হান মজুমদার পরিচালনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়।ইফতারের পূর্ব মুহুর্তে মুনাজাতে দেশ ও উম্মার জন্য বিশেষভাবে দোয়া করা হয়। ইফতার মাহফিলে অষ্টম নবম ও দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
May be an image of 4 people, dais and text that says 'বিসমিল্লাহির রাহমানির রাহিম ইততার ফले ১৯ রমজান স্থান: মিল্লাত অডিটোরিয়াম আয়োজনে দ্রীয় ছাত্রসংসদ (টাক!!!!!!!! S টাকন'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *