আলিম ২য় বর্ষের ছাত্রদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন

কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এর উদ্যোগে আলিম ২য় বর্ষের ছাত্রদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়।
মিল্লাত ট্রাস্টের সেক্রেটারী মাওলানা যাইনুল আবেদীন ওস্তাদের দারসুল কোরআন ও টাকসুর সভাপতি ভারপ্রাপ্ত অধক্ষ মাওলানা মিযানুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ড. রফিকুল ইসলাম (সহ: অধ্যাপক-ঢাকা বিশ্ববিদ্যালয়)। অনুষ্ঠানে আরো যারা বক্তব্য রাখেন- সালাহ উদ্দীন আইউবী (উপদেষ্টা, হেরিটেজ ফাউন্ডেশন বাংলাদেশ), মাওঃ মহিউদ্দীন মাসুম (খতিব, ভিয়েনা কেন্দ্রীয় মসজিদ, অস্ট্রিয়া) , শফিকুল ইসলাম (গবেষক (IR),আনকারা বিশ্ববিদ্যালয়, তুরস্ক), তাসনীম আফনান (মহা-পরিচালক, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং), রিয়াজ মাহমুদ (বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)| বক্তাগণ ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা রাখেন। জিএস আঃ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপনী করেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এর ভিপি মু. খাইরুল আনাম।