তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে ১ম বারের মত কামিল ১ম বর্ষের নবীন বরণ ’১৯ অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছা্ত্র সংসদের প্রেসিডেন্ট মাওলানা মিযানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভিপি খাইরুল আনাম।
প্রধান অতিথি ছিলেন মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ মাওলানা শফিকুল্লাহ আল মাদানী। এছাড়াও বক্তব্য রাখেন ড. মোয়াজ্জম হোসেন আল আজহারী, ড. সালমান ফারসী, মাওলানা নুরুল হক, মাওলানা আঃ কাইউম ওস্তাদ সহ আরো অন্যান্য শিক্ষকমন্ডলী। সঞ্চালনায় ছিলেন জিএস আঃ আলিম।
অনুষ্ঠানে কামিলের নবীন ছাত্রদের মনোমুগ্ধকর গান ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে তুরাগ শিল্পীগোষ্ঠি।