তা’মীরুল মিল্লাত রাইটার্স ফোরাম উদ্দ্যোগে সাংবাদিকতা কোর্স ‘২০ শুভ উদ্বোধন
অনলাইন প্ল্যাটফর্ম জুমে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল মোমিনিন মানিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ইমরানুল হক।
অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের( টাকসুর) ভিপি খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইব্রাহীম খলিল সবুজ ও টাকসুর জিএস আবদুল আলিম।
অনলাইন রিপোর্টিং,টিভি সাংবাদিকতা, মাঠ রিপোর্টিং, বিট কভার সহ সাংবাদিকতার কলাকৌশল সম্পর্কে শেখানো হবে এই কোর্সে।
কোর্স সম্পর্কে টাকসুর ভিপি বলেন ছাত্রদেরকে শিক্ষা জীবন থেকেই সংবাদ কর্মী হিসেবে গড়ে তুলতে এই আয়োজন।