আলহামদুলিল্লাহ!
মেডিকেল ভর্তি পরিক্ষা ২০২১-২২ সেশনে, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী থেকে ১৮ জন চান্স পেয়েছে।
১. সাব্বির (ঢাকা মেডিকেল কলেজ)
২. আসাদুল আমিন আবীর (ঢাকা মেডিকেল কলেজ)
৩. আব্দুর রহমান (ঢাকা মেডিকেল কলেজ)
৪. আসাদুজ্জামান (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)
৫. বায়েজীদ হাসান (রাজশাহী মেডিকেল কলেজ)
৬. রিয়াদ আহমেদ শিহাব (রাজশাহী মেডিকেল কলেজ)
৭. শহীদুল ইসলাম (শেরে-বাংলা মেডিকেল কলেজ,বরিশাল)
৮. আফরোজা (শেরে-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল)
৯. মাহমুদ (তাজউদ্দীন মেডিকেল কলেজ,গাজীপুর)
১০. সুমাইয়া (তাজউদ্দীন মেডিকেল কলেজ, গাজীপুর)
১১. আজিমুল ইসলাম জুনাঈদ (আব্দুল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালী)
১২. শাহাদাত হোসেন (আব্দুল মালেক মেডিকেল কলেজ, নোয়াখালী)
১৩. আল মামুন নাঈম (পাবনা মেডিকেল কলেজ)
১৪. এহতেশামুল হক হামজা (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া)
১৫. আমির হামজা (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ)
১৬. খালিদ হুসাইন (কুষ্টিয়া মেডিকেল কলেজ)
১৭. শাহাদাত হোসেন ( নেত্রকোনা মেডিকেল কলেজ)
১৮. রাকিবুল হাসান (কক্সবাজার মেডিকেল কলেজ)
চান্সপ্রাপ্ত সকলকে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের পক্ষথেকে প্রাণঢালা
অভিনন্দন