২৫/১০/১৯, মিল্লাত সায়েন্স ক্লাবের উদ্যোগে, ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের ব্যবস্থাপনায় আলিম শ্রেণির মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি এবং নিয়মিত সহয়তা প্রদানের লক্ষ্যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কেয়ারের উদ্বোধনের মাধ্যমে ইবিএফ (ইঞ্জিনিয়ারিং বেসড ফাউন্ডেশন) এবং এমবিএফ (মেডিকেল বেসড ফাউন্ডেশন) এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভি.পি জনাব খাইরুল আনাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাদরাসার আরবী প্রভাষক, শ্রদ্ধাভাজন উস্তাজ জনাব নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব তাওহীদ হাসান।
মিল্লাত ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের পরিচালক মুর্তজা হাসান ফুয়াদের পরিচালনায় অনুষ্ঠানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রদের সামনে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন ঢাকা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী জনাব আব্দুল্লাহ আল মামুন এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্রদের জন্য দিকনির্দেশনা দেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আনোয়ার হোসাইন। এছাড়াও মিল্লাত সায়েন্স ক্লাবের সম্মানিত মডারেটর, আর্মড ফোর্সেস মেডিকেলের শিক্ষার্থী জিনান বিন নুর বক্তব্য রাখেন।
দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতির এ আয়োজন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সমাপ্ত হয়…