তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর প্রচার বিভাগের পাক্ষিক পত্রিকা “মিল্লাত বার্তা” এর মোড়ক উন্মোচন।
মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেক উপদেষ্টা
মু.আব্দুল আলিম, সহঃসম্পাদক আফিফ হাসান ইয়াকুব এবং পত্রিকার অন্যান্য শুভাকাঙ্ক্ষী ও প্রতিনিধিবৃন্দ।।
বর্তমানে পত্রিকাটি পাওয়া যাচ্ছেঃ
# (শরীয়তুল্লাহ হল) ১০৩ নং রুম।
# আলোর দিশারী লাইব্রেরি।
# ইখওয়ান লাইব্রেরি।
# স্টুডেন্ট স্কয়ার।”