তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ(টাকসু) এর উদ্যোগে কক্সবাজার ও বান্দরবনের এ ২দিন ৩রাত ব্যাপি বার্ষিক শিক্ষা সফর ২০২০ অত্যান্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়ন হয়।
সফরে প্রধান আকর্ষন হিসেবে সফরে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি মুহতারাম অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।