তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ(টাকসু) এর উদ্যোগে কক্সবাজার ও বান্দরবনের এ ২দিন ৩রাত ব্যাপি বার্ষিক শিক্ষা সফর ২০২০ শেষে সমাপনী অধিবেশনের আয়োজন করা হয়। অধিবেশনে জিএস আব্দুল আলিমের সঞ্চালনায়, ভিপি মু. খাইরুল আনামের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সফর আমীর মাওলানা সাঈদুল ইসলাম ওস্তাদ, মাওলানা নুরুল হক, আবুল হাসান মোঃ ইব্রাহিম, আতিকুর রহমান, জাহাঙ্গীর আলম স্যার সহ আরো অতিথিবৃন্দ।
অধিবেশনে তুরাগ শিল্পীগোষ্ঠীর ছিল নান্দনিক আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা।
অধিবেশন শেষে অতিথিদের গিফট প্রদান ও বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।