ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদে(টাকসু) এর উদ্যোগে এই প্রথম তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ভাষা উৎসব এর আয়োজন করা হয়,প্রায় ২৫০০ ছাত্রের অংশগ্রহণ করে এবং তাদের মধ্য হতে পরীক্ষার মাধ্যমে ৪০ জনকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টংগীর সম্মানীত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যারিটেজ ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে শিক্ষকগণের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ উস্তাজ ও মাহতাব উদ্দিন উস্তাজ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ(টাকসু) এর ভিপি খাইরুল আনাম, অনুষ্ঠান সঞ্চালনায় জিএস আব্দুল আলিম।
অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে ছাত্রদেরকে ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব দেন।