অধ্যক্ষ ড. মাওলানা আবু ইউসুফ খানের সাথে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর নববর্ষের শুভেচ্ছা বিনিময়….
টাকসু পক্ষ থেকে তা’মীরুল কামিল মাদরাসা ঢাকা এর অধ্যক্ষ ড. মাওলানা আবু ইউসুফ খান ও তা’মীরুল মিল্লাত কামিল মহিলা মাদরাসা মাতুয়াইল এর অধ্যক্ষ মুফতি মিযানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নবর্বষের প্রকাশনা “ডায়েরি-২০২১” উপহার প্রদান।
এ সময় উপস্থিত ছিলেন টাকসু সাবেক ভিপি খাইরুল আনাম, বর্তমান ভিপি আব্দুল আলিম, জিএস মিসবাহুল হাসান শাওন ও ছাত্রসংসদের অন্যান্য নেতৃবৃন্দ।