তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) ২০২৩ সেশনে নবনির্বাচিত ❝ভিপি মু. সাইফুল ইসলাম, জিএস নাজিব মাহমুদ❞ এবং কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পরিচয় পর্ব ক্লাস সফরে সম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত ভিপি জিএস এর পরিচয় পর্বে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) সদ্য সাবেক ❝ভিপি মিসবাহুল হাসান❞।
এছাড়াও নবনির্বাচিত ভিপি সাইফুল ইসলাম কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও একাডেমিক শাখা প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য যে, মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীগণ নবনির্বাচিত ও মনোনীত নেতৃবৃন্দদের উৎসব মুখর পরিবেশে গ্রহন করে নেয়।
+3