তুরাগ শিল্পী গোষ্ঠীর ২০২৩ সেশনের কমিটি গঠন সম্পন্ন
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একমাত্র শিল্পী গোষ্ঠী তুরাগ শিল্পী গোষ্ঠীর ২০২৩ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নতুন সেশনে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তা’মীরুল মিল্লাতের ফাজিল ৩য় বর্ষের শিক্ষার্থী তাহমিদ বিন আমিন, সহকারী পরিচালকের দায়িত্ব পালন করবেন তা’মীরুল মিল্লাতের ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী আহমদ মুয়াজ। ২০২৩ সেশনের জন্য তুরাগ শিল্পী গোষ্ঠীতে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিকে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মুহাম্মাদ সাইফুল ইসলাম ও জিএস নাজিব মাহমুদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, আমরা আশা করছি নতুন নেতৃত্বের মাধ্যমে ঐতিহ্যবাহী তুরাগ শিল্পী গোষ্ঠী অনেকদূর এগিয়ে যাবে এবং ইসলামী সংস্কৃতিকে অনন্য মাত্রায় পৌঁছে দিবে। পাশাপাশি অপসংস্কৃতির ভয়াল ছোঁয়া থেকে ছাত্র সমাজকে আলোর পথ দেখাতে যুগোপযোগী ভূমিকা পালন করবে।
তুরাগ শিল্পী গোষ্ঠীর কার্যক্রম পাঁচটি বিভাগে পরিচালিত হয়ে থাকে।
যথাক্রমে, ১.আবৃত্তি, ২.সংগীত, ৩. ক্বেরাত, ৪. থিয়েটার, ৫. শিশু বিভাগ।