তুরাগ শিল্পী গোষ্ঠীর স্লোগান-
❝জ্ঞানার্জন, চরিত্র গঠন, সুস্থ বিনোদন ও সমাজ গঠন আমাদের মূল দর্শন❞
তুরাগ পরিচিতি-
১৯৯৮ সালের ১৩ আগস্ট ‘জ্ঞানার্জন, চরিত্র গঠন, সুস্থ বিনোদন ও সমাজ গঠন আমাদের মূল দর্শন ‘ এই শ্লোগানকে সামনে রেখে অপসংস্কৃতির অমানিশা দূরকরে সুস্থ সংস্কৃতির মোহনীয় আলো সমাজে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা হয়েছিলো “তুরাগ শিল্পীগোষ্ঠী”।
“খোদাদ্রোহী সংস্কৃতির লৌহ বুনিয়াদ, আল কোরআনের গজল গেয়ে করবো যে বরবাদ, এই নসিহা পেশ করার মাধ্যমে মরহুম কবি মতিউর রহমান মল্লিক ‘তুরাগ সাহিত্য সংস্কৃতি সংসদ’ নাম রেখেছিলেন। পরবর্তীতে ২০১০ সালের শুরুর দিকে এর নাম পরিবর্তন করে ‘তুরাগ শিল্পীগোষ্ঠী’ করা হয়। প্রতিষ্ঠাকালীন উদ্বোধনী প্রোগ্রামে সরাসরি উপস্থিত থেকে যারা তুরাগের কার্যক্রম শুরু করে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জীবন্ত শহীদ উস্তাদ তাফাজ্জল হোসাইন খান, মাও. মিজানুর রহমান, বদরুল হুদা বেলাল স্যার , ইয়াকুব মুহাম্মদ শরীফ,হোসাইন আহমাদ, নোমান হোসাইন , জসিম উদ্দিন, এইচ এম আবদুল্লাহ আল মামুন, আবু সা’দাত লুলুসহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে এইচ এম আবদুল্লাহ আল মামুন কে পরিচালক এবং শিল্পী আবু সা’দাত লুলুকে সহকারী পরিচালক হিসেবে ঘোষণা দিয়ে তুরাগের পথচলা শুরু হয়।
পরবর্তীতে তুরাগের স্লোগানকে সংশোধন করে ‘জ্ঞানার্জন ‘কে যুক্ত করে দেন উস্তাজ সফিকুল্লাহ মাদানী হাফি.
তুরাগের নিয়মিত কার্যক্রম ও সুনাম প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় ২০১৯ সালে তুরাগ সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) এর অন্তর্ভুক্ত হয়।
প্রবাহমান তুরাগ বিধৌত টঙ্গীর মাটিতে যাত্রা শুরু হলেও বর্তমানে এর যশ-খ্যাতি সারা দেশেই ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ!