তা’মীরুল মিল্লাতের স্থানীয় ছাত্রদের মাঝে পবিত্র কুরআন উপহার প্রদান করা হয়।

তা’মীরুল মিল্লাতের স্থানীয় ছাত্রদের মাঝে পবিত্র কুরআন উপহার প্রদান করা হয়।

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ(টাকসু)র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্থানীয় ছাত্রদের মাঝে কুরআন বিতরণ করা হয়। আলোচনা সভায় তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র ভিপি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযাত্রী ফাউন্ডেশন গাজীপুরের উপদেষ্টা জনাব নেয়ামত উল্লাহ শাকের, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর সহকারী অধ্যাপক মাওলানা মাহতাব উদ্দিন ও জনাব আবুল কালাম আজাদ।

ব্যতিক্রমী আয়োজনে সঞ্চালনা করেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র জিএস জনাব নাজিব মাহমুদ। এসময় কেন্দ্রীয় ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঐতিহাসিক আয়োজনে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার প্রদান করা হয়। পরিশেষে বদর যুদ্ধে শাহাদাত বরনকারী শহীদগণ ও গোটা মুসলিম উম্মাহর জন্য দোয়া, মোনাজাত এবং ইফতারের মাধ্যমে সমাপনী হয়।