ডায়েরীর মোড়ক উন্মোচন করেন অধ্যক্ষ যাইনুল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিযানুর রহমান, ছাত্র সংসদ ভিপি খাইরুল আনাম জিএস আব্দুল আলিম সহ অন্যান্য ওস্তাদমন্ডলী ও ছাত্র নেতৃবৃন্দ। উন্মোচন শেষে কামিল ২য় পর্বে র সকল ছাত্রদের মাঝে ডায়েরী বিতরণ করা হয়।