টাকসুর আয়োজনে আলিম নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত
অদ্য ২৯ই সেপ্টেম্বর, সোমবার :২০২৫
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)’র আয়োজনে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে “আলিম নবীন বরণ-২০২৫” অনুষ্ঠান মাদরাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অধ্যক্ষ ড. মো: হেফজুর রহমান।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র সম্মানিত ভিপি মুহাম্মদ ইকবাল কবিরের সভাপতিত্বে ও টাকসু’র সম্মানিত জিএস সাইদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী,মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এন্ড টেকনোলজি ডীন প্রফেসর ড. মিজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত হেড মুহাদ্দিস জনাব ড. মোয়াজ্জেম হোসাইন আল-আজহারী,সহকারী অধ্যাপকবৃন্দ যথাক্রমে ড. সালমান ফারসী, জনাব আবুল কালাম আজাদ (বাংলা স্যার), জনাব মাওলানা সাঈদুল ইসলাম, জনাব মাওলানা নুরুল হক, জনাব ইসহাক আলি, মাওলানা আমিনুল ইসলাম, ফকিহ ওসমান গনি,মুফাসসির হেদায়েতুল্লাহ,মুহাদ্দিস ইব্রাহিম খলিল ও টাকসু’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবীন বরণ থিম সং ও ফুলেল অভ্যর্থনার মাধ্যমে আলিম ১ম বর্ষের সহস্রাধিক ছাত্রকে বরণ করে নেওয়া হয় এবং অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার মাধ্যমে উক্ত আয়োজনের ১ম অধিবেশন শেষ হয়।
অনুষ্ঠানের ২য় অধিবেশনের প্রধান আকর্ষণ বরেণ্য ইসলামি সংগীত শিল্পী এ্যাড. রোকনুজ্জামান ও বিশেষ আকর্ষণ তুরাগ শিল্পীগোষ্ঠীর মনমাতানো সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে “নবীন বরণ অনুষ্ঠান-২০২৫” এর সমাপ্তি ঘটে।

