আলিম ১ম বর্ষের নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে

ইসলামী ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর উদ্যোগে ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে ❝আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ-২০২৪❞ অনুষ্ঠিত হয়

উক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী।

শাখা সভাপতি আবদুল্লাহ আল মিনহাজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল কবিরের ব্যবস্থাপনায় নবীন বরণে আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সম্মানিত শিক্ষক জনাব আবুল কালাম আজাদ, মাওলানা সাঈদুল ইসলাম, মাওলানা নুরুল হক, ড.মাওলানা নকীব নাসরুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলো বরেণ্য ইসলামি সংগীত শিল্পী ও সুরকার এ্যাড. রোকনুজ্জামান এবং বিশেষ আকর্ষণ বিশিষ্ট আবৃতিকার, মিডিয়া ব্যক্তিত্ব মোস্তাগিছুর রহমান মোস্তাক ও তুরাগ শিল্পীগোষ্ঠীর মনমাতানো সাংস্কৃতিক পরিবেশনা ।