আলিম আন্তঃশ্রেনী ভলিবল টুর্নামেন্ট’২K২০ এর শুভ উদ্বোধন।
উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি খাইরুল আনাম ও আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাইয়ুম উস্তাজ। অনুষ্ঠান পরিচালনা করেন আলিম শাখা সভাপতি মু. হাসান আল বান্না। সঞ্চালনা করেন আলিম শাখা সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (টাকসু) জিএস আব্দুল আলীম, গণিতের প্রভাষক জনাব মাজহারুল ইসলাম স্যার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।