তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীতে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।২২/১০/১৯ থেকে ৩১/১০/১৯ তারিখ পর্যন্ত ৯ টি টিম নিয়ে পয়েন্টের ভিত্তিতে বাছাই শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক জনাব এস এম তরিকুল ইসলাম আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার। টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসেবে ছিলেন ছাত্র সংসদ(টাকসু) ভিপি খাইরুল আনাম, ব্যবস্থাপক ছিলেন জিএস আঃ আলিম। অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ওস্তাদের উদ্বোধনে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি তার বক্তব্যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীর ও মনন গঠনের মাধ্যমে মাদক, দুর্নীতি ও অপরাধমুক্ত সোনার বাংলা গড়ার আহবান জানান।অনুষ্ঠানে বিজয়ীদল পদ্মা ও রানার্সআপ তিতাস দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
খেলাটির স্পন্সর: আল ইত্তিহাদ ফাউন্ডেশন
মিডিয়া পার্টনার : TMAPC